Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অতিবজরুরী সকল উক্ততাদের 21/10/2014 তারিখের মধ্য রেজিষ্ট্রেশন নির্দেশন (বিস্তারিত)যান্তে ক্লিক করুন
বিস্তারিত

http://114.130.54.229/home

প্রিয় উদ্যোক্তাগণ, আগামী ১১ নভেম্বর 2014 তারিখে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা ও তাদের নিজেদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার জন্য জাতীয় প্যারেড স্কোয়ারে “উদ্যোক্তা সম্মেলন” অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত সম্মেলনে কর্তপক্ষ সকল উদ্যোক্তাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছেন।

এজন্য উদ্যোক্তাদের আজকের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম এ উদ্যোক্তা রেজিস্ট্রেশন পদ্ধতি নীচে দেয়া হলঃ

১।প্রথমে http://114.130.54.229/registration/newRegistration এই ইউআরএল এ ক্লিক করতে হবে ।

২। এই পেজের সকল ঘরসমূহ পূরণ করতে হবে। লাল চিহ্নিত ঘরসমূহ পূরন করা বাধ্যতামূলক ।

৩। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদ সিলেক্ট করতে হবে।

৪। সেবাকেন্দ্র সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে মোবাইল নাম্বার ও ই-মেইল ঠিকানার বক্সে সেবাকেন্দ্রের নামে কোন মোবাইল নাম্বার ও ই-মেইল থাকলে তা উল্লেখ করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে উদ্যোক্তার মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিতে হবে।

৫। ইউজার প্রোফাইল ছবির ক্ষেত্রে উদ্যোক্তাকে সর্বোচ্চ ১০০ কিলো বাইটে সাইজের ছবি আপলোড করতে হবে।

৬। ইউনিয়ন পরিষদের সচিব সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে ঠিকানার ঘরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নাম উল্লেখ করতে হবে।

৭। উদ্যোক্তাদের তথ্য সংক্রান্ত বিভাগে বিকল্প উদ্যোক্তাদের শিক্ষানবিশ উদ্যোক্তা হিসেবে এবং অন্যান্যদের উদ্যোক্তা হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে।

৮। ঠিকানার ঘরে উদ্যোক্তাদের বাসার/ইউনিয়ন পরিষদের ঠিকানা উল্লেখ করতে হবে।
এরপর ডিভাইস ও উপকরণ সম্পর্কিত তথ্যের পেজটি পূরণ করতে হবে।

৯। পূরন হয়ে গেলে সংরক্ষন করতে হবে এবং কর্তৃপক্ষের (উপজেলা নির্বাহী অফিসারের) অনুমতির জন্য অপেক্ষা করতে হবে ।

১০। রেজিস্ট্রেশন অনুমোদন হলে ই-মেইল অথবা মোবাইলে নম্বরে কনফার্মেশন ম্যাসেজ চলে যাবে ।

১১। কনফার্মেশন ম্যাসেজে ইউজার আই ডি এবং পাসওয়ার্ড উদ্যোক্তার কাছে চলে যাবে ।

রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন সমস্যার জন্য আপনারা এটুআই প্রোগ্রামের মাজেদুল ইসলাম (০১৭১১২৩৬২৩০), ম্যাবল সিলভিয়া (০১৭১৬৩২৭৪৬০), শেখ কাওসার উদ্দিন (০১৯১৩১৬৭৭১৮), অনুপম হাসান (০১৭১৭৭৯৮৮০০) এর সাথে যোগাযোগের অনুরোধ রইলো।

ডাউনলোড