উপজেলা পরিষদ
নবাবগঞ্জ
ঢাকা।
উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকার ০৫তম/২০১৪ মাসিক সাধারণ সভার কার্যবিবরণীঃ |
সভাপতিঃ | জনাব খন্দকার আবু আশফাক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকা। |
সভার তারিখ ও সময়ঃ | ২৬-০৮-২০১৪ খ্রিঃ, সকাল ১২:০০ ঘটিকা |
স্থানঃ | নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষ । |
উপস্থিতিঃ | হাজিরা খাতায় সংরÿণ আছে। |
সভাপতি সভায় উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভা শুরম্ন করেন। অতঃপর তিনি সভার আলোচ্যসূচী অনুযায়ী কার্যক্রম শুরম্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, নবাবগঞ্জ, ঢাকা কে অনুরোধ জানান।
১। গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ
উপজেলা পরিষদের বিগত মাসের সভার কার্যবিবরণী নিয়ে পরিষদ সদস্যদের আপত্তি থাকায় পরবর্তী সভায় পুনরায় উপস্থাপিত হবে।
২। আলোচ্য বিষয়ঃ উপজেলার বিভিন্ন অফিস/দপ্তর/বিভাগের বিভাগীয় কার্যক্রম প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধামত্ম গ্রহণঃ
ক্রঃ নং | আলোচ্য বিষয়সমূহ | সিদ্ধামত্ম | বাসত্মবায়ন |
০১. | উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ঃ উপজেলা নির্বাহী অফিসার জানান যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০১৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। অন্যান্য জাতীয় অনুষ্ঠানগুলো যথাযোগ্য মর্যাদায় যাতে অনুষ্ঠিত হতে পারে সেজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। |
উক্ত অনুষ্ঠানটি সাফল্যে মন্ডিত করার জন্য মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলামসহ সংশিস্নষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। |
উপজেলা নির্বাহী অফিসার |
০২. | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জানান, খুব শীঘ্র ৩৩তম বিসিএস’র ৮ জন ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে যোগদান করবেন। | নবাবগত ডাক্তাদের উপস্থিতিসহ জনগণের সেবা নিশ্চিত করতে হবে। | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা |
০৩. | উপজেলা প্রকৌশল বিভাগ ঃ বিগত মাসিক সভায় ৬৫টি প্রকল্প উপস্থাপিত হয়েছে। প্রকল্পের বিষয়ে পরিষদের সভায় সম্মানিত চেয়ারম্যানগণ আপত্তি প্রকাশ করেছেন। | উপজেলা পরিষদ ম্যানুয়াল অনুযায়ী পরবর্তী সভায় আলোচনা হবে। |
উপজেলা প্রকৌশলী |
০৪. | উপজেলা কৃষি বিভাগঃ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ড. নূরে আলম সিদ্দিকী সভায় জানান যে, অত্র উপজেলায় ২৬-২৮ আগস্ট ২০১৪ খ্রিঃ ফলদ, বনজ ও ঔষধি বৃÿমেলা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চলবে। তিনি আরও বলেন যে, কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণের কাজ চলছে। |
বৃÿ মেলা সফল ও কৃষকদের কৃষি উপকরণ সহায়তা কার্ড ঠিকমত বিতরণ করতে হবে। |
উপজেলা কৃষি কর্মকর্তা নবাবগঞ্জ, ঢাকা।
|
০৫. | উপজেলা মৎস্য বিভাগঃ উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মামুন অর রশিদ চৌধুরী সভায় জানান যে, অত্র দপ্তরের বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। মুক্ত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তির জন্য ০১(এক) লÿ টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। পোনা ছাড়ার যাবতীয় কার্যক্রম এগিয়ে চলছে। অতি সত্তর মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা পূর্বক নির্বাচিত জলাশয়সমূহে পোনামাছ অবমুক্ত করা হবে। |
পোনা ছাড়ার কার্যক্রম দ্রম্নত সম্পন্ন করতে হবে। |
উপজেলা মৎস্য কর্মকর্তা, নবাবগঞ্জ, ঢাকা। |
০৬. | উপজেলা প্রাণিসম্পদ বিভাগঃ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান যে অত্র উপজেলায় গৃহপালিত পশুদের কৃমি নাশক ঔষধ সরবরাহ না থাকায় খুবই সমস্যা হচ্ছে। পাশাপাশি কুকুর নির্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। | গৃহপালিত পশুদের কৃমি নাশক ঔষধ সরবরাহ ব্যবস্থা নিতে হবে। | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
০৭. | উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগঃ উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রহমান সভায় জানান যে, (১) ২০১৩-২০১৪ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রÿনাবেরÿন বিশেষ (কাবিটা) সাধারণ খাতের ২য় পর্যায়ের বরাদ্দ প্রাপ্ত=৩৫,৪৬,২০৪/৬৮/- টাকা বিপরীতে প্রকল্প সংখ্যা ১৯টি এর অনুমোদন পাওয়া গেছে। প্রকল্পের কাজের অগ্রগতি ১০০%। (২) ২০১৩-১৪ অর্থ বৎসরে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিটা) নির্বাচনী এলাকা ২য় পর্যায়ের বরাদ্দ প্রাপ্ত=৩৫,০০,০০০/- টাকার বিপরীতে প্রকল্প সংখ্যা ১৪টি এর অনুমোদন পাওয়া গেছে। কাজের অগ্রগতি ১০০%। (৩) ২০১৩-১৪ অর্থ বৎসরে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিটা) নির্বাচনী এলাকা ২য় পর্যায়ের বরাদ্দ প্রাপ্ত=১০,০০,০০০/- টাকার বিপরীতে প্রকল্প সংখ্যা ০৫টি। কাজের অগ্রগতি ১০০%। (৪) ২০১৩-১৪ অর্থ বৎসরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) সংরÿÿত মহিলা এমপি এর বরাদ্দ প্রাপ্ত=১৬,৮৭,৫০০/- টাকার বিপরীতে প্রকল্প সংখ্যা ০৮টি। কাজের অগ্রগতি ১০০%। (৫) অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচিঃ ২০১৩-১৪ অর্থ বছরের ২য় পর্যায়ে ১৩১৯ টি উপকারভোগীর সংখ্যা অনুকূলে সকল ইউনিয়নে ৩২টি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। প্রকল্পের অগ্রগতির ১০০%। (৬) ঝুঁকিহ্রাস কর্মসূচিঃ ঝুঁকিহ্রাস কর্মসূচির আওতায় যে সকল ইউনিয়ন পরিষদ পর্যমত্ম ঋণ আদায়ের বকেয়া রয়েছে বার বার মৌখিক ভাবে তাগিদ দেওয়া শর্তেও ঋণ আদায় হয় নাই। অতি সত্তর ঋণ আদায় পূর্বক সংশিস্নষ্ট হিসাব নম্বের জমা করে জমা রশিদ উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসে জমা প্রদান করার জন্য অনুরোধ করেন। |
প্রকল্প সঠিকভাবে বাসত্মবায়ন করতে হবে। |
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা নবাবগঞ্জ, ঢাকা।
|
০৮ | উপজেলা সমাজসেবা বিভাগঃ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং প্রতিবন্ধীদের ছবি ও ডাক্তারী পরীÿাসহ জরীপ কাজ সম্পন্ন হয়েছে। | সময়মত উপকার ভোগীদের ভাতা প্রদান করতে হবে। | উপজেলা সমাজ সেবা কর্মকর্তা |
০৯. | উপজেলা শিÿা বিভাগঃ উপজেলা শিÿা কর্মকর্তা জানান যে, এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতের সরবরাহ নেই। | এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে। | উপজেলা শিÿা কর্মকর্তা |
১০. | উপজেলা মাধ্যমিক শিÿা বিভাগঃ উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তা জানান যে,বেনবেইজের আওতায় শিÿা প্রতিষ্ঠানের অনলাইন জরীপ কাজ চলছে। |
অনলাইন জরীপ দ্রম্নত শেষ করতে হবে। | উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তা |
১১. | উপজেলা মহিলা বিষয়ক বিভাগঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান যে, চলতি অর্থ বছরের মাতৃত্বকালীন ভাতার বরাদ্দ পাওয়া গিয়াছে। এ বিষয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ব্যাংকের মাধ্যমে উক্ত ভাতা প্রদান করা হবে। |
মাতৃত্বকালীন ভাতা দ্রম্নত প্রদান করতে হবে। | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
১২. | উপজেলা যুব উন্নয়ন বিভাগঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ নজরম্নল ইসলাম শেখ সভাকে জানান যে, তার দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ১৫-০৮-২০১৪ খ্রিঃ তারিখে ০৫(পাঁচ) জন যুবকের মাঝে ৩,২৫,০০০/- টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। ৪০(চলিস্নশ) জন যুব ও যুব মহিলাকে প্রশিÿণ সনদ প্রদান করা হয়েছে। প্রাতিষ্ঠানিক প্রশিÿণের জন্য ০৭(সাত) জন যুববকে সাভার জাতীয় যুব প্রশিÿণ কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক প্রশিÿণের আওতায় প্রশিÿণ কার্যক্রম চালু আছে। যুব ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। |
উপজেলা যুব উন্নয়ন বিভাগের যুব ঋণ আদায়ের তৎপরতা বৃদ্ধি করার জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ করা হলো। |
১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। নবাবগঞ্জ, ঢাকা।
|
১৩. | উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান যে, কৈলাইল ইউনিয়নে অবস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় এফডাবলিউসি’র সীমানা প্রাচীরের মধ্যে অত্র ইউনিয়নে জনৈক ব্যক্তি নতুন করে সীমানা নির্ধারণ করে খুটি স্থাপন করেছেন। | জনৈক ব্যক্তির বর্ণিত খুটি অপসারণ করতে হবে। | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
১৪. | উপজেলা জনস্বাস্থ্য বিভাগঃ উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা জনাব এ.এইচ.এম. গিয়াস উদ্দিন মাহমুদ সভায় জানান যে, দাপ্তরীক কাজ যথারীতি চলছে। ২০১৪-১৫ অর্থ বছরে কোন নলকূপ বরাদ্দ পাওয়া যায় নাই। তবে গত অর্থ বছরের অস্থাপিত নলকূপ স্থাপন কাজ চলছে। এছাড়া ৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১টি ‘ওয়াস বস্নক’ নির্মান কাজ চলছে যা প্রায় সমাপ্তির পর্যায়। |
জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অনুরোধ করা হলো। |
উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) নবাবগঞ্জ, ঢাকা। |
১৫. | উপজেলা সমবায় বিভাগঃ উপজেলা সমবায় কর্মকর্তা জানান যে, সমবায় সমিতি নিবন্ধনের অডিট ফি নিয়মিত আদায় করা হচ্ছে এবং সমবায় উন্নয়ন তহবিল গঠন বিষয়ক আলোচনা করেন। | কার্যক্রম অব্যাহত রাখতে হবে। | উপজেলা সমবায় কর্মকর্তা |
১৬. | উপজেলা পলস্নী উন্নয়ন বিভাগঃ উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা জানান যে, পলস্নী উন্নয়ন বিভাগের আওতায় বিভিন্ন প্রকল্পে ঋণ বিতরণ করা হয়। কিমত্ম ঋণ আদায়ের হার সমেত্মাষনজনক নয়। ঋণ খেলাফীদের বিরম্নদ্ধে সার্টিফিকেট মামলা রম্নজু করার বিষয়ে আলোচনা করেন। |
ঋণ আদায়ের হার বাড়তে হবে এবং প্রয়োজনে সার্টিফিকেট মামলা রম্নজু করতে হবে। | উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা |
১৭. | উপজেলা বন বিভাগঃ উপজেলা বন কর্মকর্তা জানান যে, অত্র উপজেলায় বিগত অর্থ বছরের ৩৬টি রাসত্মায় বনায়ন করা হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় পাহারাদারদের বেতনভাতা পরিশোধ করা যায়নি। | পাহারাদারদের বেতনভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। | উপজেলা বন কর্মকর্তা |
১৮ | ১ নং শিকারীপাড়া ইউনিয়ন পরিষদঃ জনাব আলীমোর রহমান খান পিয়ারা, চেয়ারম্যান, ১ নং শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ জানান যে, বিগত সভায় উপস্থাপিত প্রকল্পের আলোকে তার ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ কম হয়েছে। | পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করা হবে। | সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী |
১৯ | ২ নং জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদঃ জনাব মোঃ মোতাহার হোসেন, চেয়ারম্যান, ২ নং জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ জানান যে, বিগত সভায় উপস্থাপিত প্রকল্পের আলোকে তার ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ কম হয়েছে। | পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করা হবে। | সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী |
২০ | ৩ নং বারম্নয়াখালী ইউনিয়ন পরিষদঃ জনাব আব্দুলস্নাহ আল মামুন, চেয়ারম্যান, ৩ নং বারম্নয়াখালী ইউনিয়ন পরিষদ আলোচনায় অংশ গ্রহণ করেন নি। | - | - |
২১ | ৪ নং নয়নশ্রী ইউনিয়ন পরিষদঃ জনাব মোঃ পলাশ চৌধুরী, ৪ নং নয়নশ্রী ইউনিয়ন পরিষদ সভায় অনুপস্থিত ছিলেন। | - | - |
২২ | ৫ নং শোলস্না ইউনিয়ন পরিষদঃ জনাব মোহাম্মদ ফজলুল হক, চেয়ারম্যান, ৫ নং শোলস্না ইউনিয়ন পরিষদজানান যে, বিগত মাসিক সাধারণ সভায় উপস্থাপিত প্রকল্পে তার ইউনিয়নের বরাদ্দ কম হওয়ায় অসমেত্মাষ প্রকাশ করেন। | পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করা হবে। | সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী |
২৩ | ৬ নং যন্ত্রাইল ইউনিয়ন পরিষদঃ জনাব নন্দ লাল সিং, চেয়ারম্যান, ৬ নং যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ সভায় অনুপস্থিত ছিলেন। | - | - |
২৪ | ৭ নং বান্দুরা ইউনিয়ন পরিষদঃ জনাব মোঃ হিলস্নাল মিয়া, চেয়ারম্যান, ৭ নং বান্দুরা ইউনিয়ন পরিষদ আলোচনায় অংশ গ্রহণ করেন নি। | - | - |
২৫ | ৮ নং কলাকোপা ইউনিয়ন পরিষদঃ জনাব তৈয়ব আহমেদ, চেয়ারম্যান, ৮ নং কলাকোপা ইউনিয়ন পরিষদআলোচনায় অংশ গ্রহণ করেন নি। | - | - |
২৬ | ৯ নং বক্সনগর ইউনিয়ন পরিষদঃ জনাব এরশাদ আল মামুন, চেয়ারম্যান, ৯ নং বক্সনগর ইউনিয়ন পরিষদ জানান যে বিগত মাসিক সাধারণ সভায় উপস্থাপিত প্রকল্পে তার ইউনিয়নের বরাদ্দ কম হওয়ায় অসমেত্মাষ প্রকাশ করেন। তিনি আরও জানান প্রত্যেক ওয়ার্ডে তিনি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক কমিটি গঠন করেছেন। | বরদ্দের বিষয়ে পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করা হবে এবং অন্যান্য কার্যক্রম অব্যাহ রাখতে হবে। | উপজেলা প্রকৌশলী ও সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান
|
২৭ | ১০ নং বাহ্রা ইউনিয়ন পরিষদঃ জনাব সুবেদুজ্জামান সুবেদ, চেয়ারম্যান, ১০ নং বাহ্রা ইউনিয়ন পরিষদ আলোচনায় অংশ গ্রহণ করেন নি। | - | - |
২৮ | ১১ নং কৈলাইল ইউনিয়ন পরিষদঃ জনাব মোঃ মোক্তার হোসেন, চেয়ারম্যান, ১১ নং কৈলাইল ইউনিয়ন পরিষদ আলোচনায় অংশ গ্রহণ করেন নি। | - | - |
২৯ | ১২ নং আগলা ইউনিয়ন পরিষদঃ জনাব আবেদ হোসন, চেয়ারম্যান, ১২ নং আগলা ইউনিয়ন পরিষদ জানান যে, বিগত মাসিক সাধারণ সভায় উপস্থাপিত প্রকল্পে তার ইউনিয়নের বরাদ্দ কম হয়েছে, এজন্য তিনি অসমেত্মাষ প্রকাশ করেন। | পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করা হবে। | সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী |
৩০ | ১৩ নং গালিমপুর ইউনিয়ন পরিষদঃ জনাব তপন মোলস্না, চেয়ারম্যান, ১৩ নং গালিমপুর ইউনিয়ন পরিষদ জানান যে, বিগত মাসিক সাধারণ সভায় উপস্থাপিত প্রকল্পে তার ইউনিয়নের বরাদ্দ কম হয়েছে, এজন্য তিনি অসমেত্মাষ প্রকাশ করেন। | পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করা হবে। | সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী |
৩১ | ১৪ নং চুড়াইন ইউনিয়ন পরিষদঃ জনাব আবু সাইদ, চেয়ারম্যান, ১৪ নং চুড়াইন ইউনিয়ন পরিষদ সভায় অনুপস্থিত ছিলেন। | - | - |
০৩. বিবিধ আলোচনাঃ
আলোচ্য সূচিঃ ১ উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকা কর্তৃক উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের আগস্ট/১৪ মাসের আনুষাঙ্গিক খাতে ব্যয় = ৫,৭৪০/- (পাঁচ হাজার সাতশত চলিস্নশ) টাকা ও জুলাই/১৪ মাসের বিদ্যুৎ বিল-৬৫১/-(ছয়শত একান্ন) টাকা সর্বমোট=৬,৩৯১/-(ছয় হাজার তিনশত একানববই) টাকার বিল সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে জনাব মোঃ আমির হোসেন, দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী (ক্রেডিট সুপারভাইজার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর) উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকার নামে যথাক্রমে চেক নং-০১০০০৫৮ তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ২ উপজেলা পরিষদের আগস্ট/১৪ মাসের ইন্টারনেটের বিল বাবদ, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের ঝাড়ুদারের ভাতা, পত্রিকার বিল, ষ্টেশনারী ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয় বাবদ ব্যয়িত মোট =১৮,৫২১/-(আটার হাজার পাঁচশত একুশ)টাকা এবং আপ্যায়ন বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং ষ্টেশনারী মালামাল ক্রয় বাবদ ২,০০০/- টাকা পরিশোধের জন্য সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে জনাব এ.কে.এম শফিকুল ইসলাম, অফিস সহকারী, উপজেলা নির্বাহী অফিসার, নবাবগঞ্জ, ঢাকার নামে চেক নং-০১০০০৫৯, ০১০০০৬০ ও ০১০০০৬১ টাকার তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ৩ উপজেলা পরিষদের কেন্দ্রীয় মিটারের জুলাই/১৪ মাসের বিদ্যুৎ বিল বাবদ ১৪,৫৭১/- চৌদ্দ হাজার পাঁচশত একাত্তর) টাকা পরিশোধের জন্য পরিশোধের জন্য সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে জনাব এ.কে.এম শফিকুল ইসলাম, অফিস সহকারী, উপজেলা নির্বাহী অফিসার, নবাবগঞ্জ, ঢাকার নামে চেক নং-০১০০০৬২ টাকার তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ৪ জনাব খন্দকার আবু আশফাক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকার জুলাই/১৩ থেকে ডিসেম্বর/১৩ পর্যমত্ম ভ্রমনভাতার বাবদ ৫৪,৩৭৫/-(চুয়ান্ন হাজার তিনশত পঁচাত্তর) টাকা এবং এপ্রিল/১৪ থেকে জুন/১৪ পর্যমত্ম ভ্রমনভাতার বাবদ ৩৫,৬২৫/-(পয়ঁত্রিশ হাজার ছয়শত পঁচিশ) টাকা সহ সর্বমোট=৯০,০০০/- (নববই হাজার) টাকা চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর নামে সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে চেক নং-০১০০০৫১ তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ৫ জনাব মহসিন রহমান, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকার আগস্ট/১৪ পর্যমত্ম সন্মানীভাতা বাবদ ১৪,৫০০(চৌদ্দ হাজার পাঁচশত) টাকা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর নামে সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে চেক নং-০১০০০৫২ তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ৬ জনাব মহসিন রহমান, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকার এপ্রিল/১৪ থেকে জুন/১৪ পর্যমত্ম ভ্রমনভাতার বাবদ ২৮,৫০০(আটাশ হাজার পাঁচশত) টাকা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর নামে সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে চেক নং-০১০০০৫৩ তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ৭ জনাব মরিয়ম মুসত্মফা, ভাইস-চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকার আগস্ট/১৪ পর্যমত্ম সন্মানীভাতা বাবদ ১৪,৫০০/-(চৌদ্দ হাজার পাঁচশত) টাকা ভাইস-চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ এর নামে সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে চেক নং-০১০০০৫৪ তারিখঃ ০২-০৯-২০১৪ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ৮ জনাব মরিয়ম মুসত্মফা, ভাইস-চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ, নবাবগঞ্জ, ঢাকার এপ্রিল/১৪ থেকে জুন/১৪ পর্যমত্ম ভ্রমনভাতার বাবদ ২৮,৫০০(আটাশ হাজার পাঁচশত) টাকা ভাইস-চেয়ারম্যান মহিলা, উপজেলা পরিষদ এর নামে সোনালী ব্যাংক লিঃ, নবাবগঞ্জ শাখার হিসাব নম্বর ০০১০১৯৭৪৪ হতে চেক নং-০১০০০৫৫ তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ৯ উপজেলা পরিষদের অস্থায়ীভাবে নিযুক্ত এম.এল.এস.এস, সুজন হালদার আগস্ট/১৪ মাসের বেতন ভাতা বাবদ দৈনিক ১৮০/- (একশত আশি) টাকা হারে ১৮০×৩১ = ৫৫৮০/- (পাঁচ হাজার পাঁচশত আশি) টাকার চেক যাহার নম্বর-০১০০০৫৬ তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ এম.এল.এস.এস, সুজন হালদারের নামে ইস্যু করা যেতে পারে।
আলোচ্য সূচিঃ ১০ উপজেলা পরিষদের অস্থায়ীভাবে নিযুক্ত মালি-কাম-সুইপার, সচীন হালদার আগস্ট/১৪ মাসের বেতন ভাতা বাবদ দৈনিক ১৮০/- (একশত আশি) টাকা হারে ১৮০×৩১ = ৫৫৮০/- (পাঁচ হাজার পাঁচশত আশি) টাকার চেক যাহার নম্বর-০১০০০৫৭ তারিখঃ ০২-০৯-২০১৪ খ্রিঃ মালি কাম সুইপার সচীন হালদারের নামে ইস্যু করা যেতে পারে। |
উপজেলা নির্বাহী অফিসার সংশিস্নষ্ট সকল বিভাগ ও ইউনিয়ন পরিষদকে তাদের কার্যক্রম উপজেলা পরিষদ ম্যানুয়াল-২০১৩ ও বিধি মোতাবেক জনস্বার্থে সম্পন্ন করার অনুরোধ করেন এবং আর্থিক ব্যয় সরকারি নিয়ম মোতাবেক করার আহবান রাখেন।
অতঃপর আর কোন আলোচ্য সূচী না থাকায় উপস্থিত সম্মানিত সকল সদস্যকে সুষ্ঠুভাবে স্ব স্ব দপ্তরের কার্যক্রম পরিচালনা করার অনুরোধ রেখে ও মাননীয় সংসদ সদস্যসহ সংশিস্নষ্ট সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস